ভেনিস উৎসবে ইতিহাস গড়ল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

ভেনিস উৎসবে ইতিহাস গড়ল ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’


বিনোদন ডেস্ক
৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা নামেছে। শনিবার রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র উৎসবে বড় তারকাদের হারিয়ে এবারের পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। এবারের উৎসবে ইতিহাস গড়ল গাজা নিয়ে নির্মিত ছবি ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। 

 ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি টানা ২৩ মিনিট দর্শকের দাঁড়িয়ে করতালি (স্ট্যান্ডিং ওভেশন) পায়, যা উৎসবের ইতিহাসে নতুন রেকর্ড বলে মনে করা হচ্ছে। তিউনিসীয় পরিচালক কাউসার বেন হানিয়ার নির্মিত এই চলচ্চিত্রটি ছয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের সত্য ঘটনা অবলম্বনে। ২০২৪ সালের জানুয়ারিতে গাজা শহরে আত্মীয়স্বজন ও দুই প্যারামেডিকের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলিতে হিন্দ নিহত হয়। চলচ্চিত্র উৎসবে দীর্ঘ করতালির রীতি থাকলেও ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’-এর প্রতিক্রিয়া অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। 

এর আগে ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘প্যান’স ল্যাবিরিন্থ’ ছবিটি ২২ মিনিটের করতালি পেয়েছিল। গত সপ্তাহে ছবিটির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হোয়াকিন ফিনিক্স, রুনি মারা, ব্র্যাড পিট, আলফোনসো কুয়ারোন ও জনাথন গ্লেজারের মতো হলিউড তারকারা। ভেনিসের ফটোসেশনে এবং বুধবারের প্রিমিয়ারে ফিনিক্স ও রুনি উপস্থিত ছিলেন। করতালির সময় ছবির কলাকুশলীরা নিহত হিন্দ রজবের একটি ছবি উঁচু করে ধরেন। অস্কারেও প্রতিদ্বন্দ্বিতার পথ খুলেছে ছবিটির জন্য। তিউনিসিয়া থেকে ইতোমধ্যেই এটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য জমা দেওয়া হয়েছে। পরিচালক বেন হানিয়ার আগের দুটি ছবি 'ফোর ডটার্স' ও 'দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন'–ও অস্কারে মনোনীত হয়েছিল। 

 ভেনিসে সংবাদ সম্মেলনে অভিনেত্রী সাজা কিলানি বলেন, ‘হিন্দের কণ্ঠ আসলে হাজারো নিহত শিশুর কণ্ঠ। তাদের প্রত্যেকেরই বেঁচে থাকার, স্বপ্ন দেখার ও মর্যাদার সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার ছিল।’ 

একনজরে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কার

গোল্ডেন লায়ন (সেরা ছবি): ফাদার মাদার সিস্টার ব্রাদার, জিম জারমুশ

গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ভয়েস অব হিন্দ রজব, কাওথের বেন হানিয়া

স্পেশাল জুরি প্রাইজ: সোত্তো লে নুভোলে, জিয়ানফ্রাঙ্কো রসি

সিলভার লায়ন (সেরা পরিচালক): বেনি সাফদি (দ্য স্ম্যাশিং মেশিন)

ভোলপি কাপ (সেরা অভিনেত্রী): শিন ঝিলেই (দ্য সান রাইজেস অন আস অল)

ভোলপি কাপ (সেরা অভিনেতা): টোনি সারভিলো (লা গ্রাজিয়া)

সেরা চিত্রনাট্য: আ পিয়ে দ’উভ্রে, ভ্যালেরি ডনজেলি ও জিল মার্চান্দ

মারচেলো মাস্ত্রোয়ানি অ্যাওয়ার্ড (উদীয়মান অভিনয়শিল্পী): লুনা ভেডলার (সাইলেন্ট ফ্রেন্ড)

গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট: ভার্নার হারজগ ও কিম নোভাক
 


সূত্র: দ্য গার্ডিয়েন।
Copyright © Entertainment News | Distributed by Blogger Templates | Designed by OddThemes