‘আগুন’ আতঙ্কে লাগেজ রেখেই ছুটলেন চঞ্চল ।  chanchal

‘আগুন’ আতঙ্কে লাগেজ রেখেই ছুটলেন চঞ্চল । chanchal



ই স্ক্রিন ডেস্ক

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের আয়োজনে ফিল্মফেয়ার অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন চঞ্চল চৌধুরীসহ টলিউডের একঝাঁক তারকা।
সেখানে শিকাগোর একটি পাঁচতারা হোটেলে অবস্থান করছেন তারা। তবে শনিবার ভোর হওয়ার আগেই শেষ রাতে তীব্র অ্যালার্মে ছড়িয়ে পড়ে পুরো হোটেলজুড়ে। যেটি ছিল আগুন লাগার অ্যালার্ম। মুহূর্তের মধ্যেই ঘুম থেকে জেগে ওঠেন তারকারা। যে যার মতো ছোটাছুটি করে প্রাণে বাঁচার চেষ্টা করেন। 


ঘটনার সেই অভিজ্ঞতা তুলে ধরে চঞ্চল বলেন, ‘মূলত কারিগরি ত্রুটির কারণেই এমনটা হয়েছিল। কেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিল, যে কারণে সবার রুমে একসঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শুনে সবাই রুম থেকে বের হয়ে নিচে নেমে আসি। কোনোমতে পার্সপোর্টটা সঙ্গে নিয়ে লাগেজ রেখেই ছুটি।’


ঘটনায় ভয় পেয়েছিলে চঞ্চলের সঙ্গে থাকা টলিউডের তারকারাও। নিজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা অরিন্দম শীল বলেন, ‌‘ভালো করে চোখ মেলতে পারিনি। হঠাৎ অ্যালার্মের শব্দে ধড়মড়িয়ে উঠে বসি। খাটে রাজ্যের জিনিসপত্র ছড়ানো। কিন্তু গোছাবে কে? আগে জিনিস না আগে প্রাণ?’


তিনি জানান, গরম পোশাক গায়ে জড়ানোর সময়টুকুও পাননি তারা। ওই অবস্থাতেই পাঁচ তলা থেকে এক তলায় নেমে আসেন সকলে!

 
হোটেলে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। সম্প্রতি তার পরিচালনায় ‘অযোগ্য’ ছবিটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সাফল্যের সেই স্বাদ উপভোগ করতেই সস্ত্রীক পাড়ি জমিয়েছেন বিদেশে। 


কৌশিকের কথায়, ‘আমরা সবাই হইহই করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। প্রত্যেকে কিংকর্তব্যবিমূঢ়। সকলের একটাই চিন্তা, যে করে হোক প্রাণে বাঁচতে হবে।’
চঞ্চল জানালেন, অ্যালার্মটা প্রায় ২০ মিনিট বেজেছে। এরপর সেটি বন্ধ হতেই সবাই লবি ছেড়ে আবারও নিজ নিজ রুমে ফিরে যান

Copyright © Entertainment News | Distributed by Blogger Templates | Designed by OddThemes